ডেস্ক রিপোর্ট:
চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির দখল নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে যাবে বিএনপি।
বৃহস্পতিবার রাতে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার সকালে স্থানীয় সাঁওতালদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন তারা।খবর রাইজিংবিডির।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারপারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, সুশীল বড়ুয়া প্রমুখ।
সম্প্রতি গোবিন্দগঞ্জ চিনিকলের জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে ওই এলাকায় বেশ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।