গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোন কর্তৃত্ববলে সাঁওতালদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং উচ্ছেদের সময় তাদের ওপর হামলা, লুটপাট এবং হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দুই সাঁওতাল পরিবারের পক্ষে রেজিস্ট্রি ডাকাযোগে এ নোটিশ পাঠান।খবর রাইজিংবিডির।
স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরির্শক, গাইবান্ধা জেলা প্রশাসক, রংপুর রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও এবং ওসি ও মহিমাগঞ্জ সুগার মিলের ম্যানেজারকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব না দিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
সাঁওতাল দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হ্যামভ্রম ও গণেশ মুরমো’র স্ত্রী রুমিলা কিসকুর পক্ষে এ নোটিশ পাঠানো হয়।