স্টাফ রিপোর্টার:
রামুর গর্জনিয়ার প্রবীন আওয়ামী লীগনেতা মোঃ আলী মিয়া মেম্বার শোক আর শ্রদ্ধায় চিরবিদায় নিয়েছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে ইউনিয়নের মাঝিরকাটা কিন্টার গার্টেন মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় নানা শ্রেণির শত শত শোকার্ত জনতার ঢল নামে।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা সিরাজ উদ্দিন। এর আগে মরহুমের জীবনি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, গর্জনিয়া ইউপির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং মরহুমের বড় ছেলে মোহাম্মদ আয়ুব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় এই প্রবীন আওয়ামী লীগনেতা নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আলী মিয়া মেম্বারের মৃত্যুতে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, আলহাজ্ব নাজের নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, গর্জনিয়া ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়ার নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গির আলম সওদাগর প্রমূখ।