পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক বলেছেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে যতটুকু করা দরকার মিয়ানমার প্রসঙ্গে বাংলাদেশ ততটুকুই করছে।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য সমস্যার উৎস কী তা জনতে হবে। এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে।’খবর বাংলা ট্রিবিউন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব একথা বলেন।
মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে চলমান উত্তেজনা বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মিয়ানমারের রাষ্ট্রপতি ও স্টেট কাউন্সিলর অং সান সুচি’র সঙ্গে একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি পাঁচ বার এই ইস্যুতে সমাধান খোঁজার জন্য মিয়ানমার সফর করেছি।’
তিনি বলেন, ‘কাউকে যখন জোর করে উচ্ছেদ করা হয়, তখন এর পেছনে কারণ কী তা জানতে হয়। তা না হলে এই সমস্যার সমাধান করা যায় না।’
সচিব আরও বলেন, ‘কূটনীতিতে সবকিছু বলা যায় না, সবকিছু বলা উচিতও না।’