উৎপল বড়ুয়া:
আগামী ৯ ডিসেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চট্টগাম প্রেস ক্লাব’র আব্দুল খালেক মিলনায়তনে ত্রিরত্ন সংঘ কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুনীজন সংবর্ধনা, ওয়েবসাইট উদ্বোধন ও বর্ষসেরা সদস্য নির্বাচন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি এ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া।
প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ইউ এস টি সি)’র মাননীয় উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া।
প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন লিঃ বাংলাদেশ’র ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এর সাবেক পরিচালক বাবু রতন বড়ুয়া, বাংলাদেশে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক বাবু প্রীতিশ রঞ্জন বড়ুয়া।
বিশেষ আলোচক’র আসন অলংকৃত করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক বাবু সুমন বড়ুয়া।
বিশেষ অতিথি’র আসন অলংকৃত করবেন যথাক্রমে চট্রগ্রাম সিটি কর্পোরেশন ২১ নং জামালখান ওয়ার্ড এর কাউন্সিলর বাবু শৈবাল দাশ সুমন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক বাবু স্বপন বড়ুয়া,
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সমাজ কল্যাণ সম্পাদক বাবু উজ্জ্বল কান্তি বড়ুয়া, জয় ট্রেডার্স এর সত্ত্বাধিকারী বাবু পার্থ প্রতিম বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিরত্ন সংঘের সভাপতি বাবু অভি বড়ুয়া অর্ণব।
এতে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করেছেন ত্রিরত্ন সংঘের পক্ষে ত্রিরত্ন সংঘের সাধারণ সম্পাদক বাবু সুমন বড়ুয়া কমল।