সোয়েব সাঈদ, রামু।
রামু ফকিরা বাজার বহুমুখি সমবায় সমিতি লিঃ এর সদস্য তালিকা সম্পন্ন হয়েছে। সমিতির আহবায়ক মো. শফি, সদস্য সচিব সুধীর বড়ুয়া ও কোষাধ্যক্ষ নুর আহমদ জানিয়েছেন, সমিতির নির্বাচন আয়োজনের অংশ হিসেবে এ তালিকা করা হয়েছে।
ইতিমধ্যে তালিকাটি সমিতির কার্যালয়ে নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।
এতে মোট সদস্য হয়েছেন ৪২৪ জন।
তারা আরো জানান, এ তালিকা নিয়ে কারো কোন প্রকার আপত্তি থাকলে আগামী ১০ দিনের মধ্যে সমিতির নেতৃবৃন্দের কাছে অবহিত করতে হবে।
জানা গেছে, রামু উপজেলা সমবায় অধিদপ্তরের আওতাধীন এ সমিতির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সম্প্রতি কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।