সোয়েব সাঈদ, রামু।
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান ষ্টেশন সংলগ্ন পাহাড়িয়া পাড়া সড়কে ৩টি দোকানে চুরি হয়েছে।
গত বুধবার ২ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানের মধ্যে রয়েছে, ছৈয়দ এর স্টেশনারি ও কসমেটিক্স, গুরা মিয়ার ও আবদুল হামিদের মুদির দোকান।
দোকান মালিকরা জানিয়েছেন, রাতে যে কোন সময়ে সংঘবদ্ধ চোরের দল তাদের দোকানে হানা দেয়। চোরের দল এসব দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় চোরের দল দোকানের দরজা ভেঙ্গে তালাগুলোও নিয়ে যায়।
বৃহষ্পতিবার সকালে দোকান মালিকরা চুরির বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য আমিন উদ্দিন মনুকে জানান।
সম্প্রতি একের পর চুরির ঘটনায় ওই এলাকার ব্যবসায়িরা আতংকে রয়েছেন বলে জানা গেছে।