এম.এ মান্নান,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় টেম্পো দূর্ঘটনায় জালাল আহমদ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ি নিহত হয়েছেন।
শুক্রবার ৪ মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ধুরুং কুইল্লার পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ধুরুং বাঁকখালী থেকে একটি যাত্রীবাহি টেম্পো ৩/৪ জন যাত্রী নিয়ে ধুরুং বাজারে আসছিল। টেম্পোটি বাঁকখালী নামক স্থানে এসে হঠাৎ উল্টে যায়।
এ সময় টেম্পোর যাত্রী উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র জালাল আহমদ (৪৫) দ্রুত লাফ দেয়ার চেষ্টা করলে সে টেম্পোর নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে অপর একটি টেম্পোযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.সৌরভ রায় চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন।
একই দূর্ঘটনায় কয়েকজন মহিলা যাত্রীও আহত হন।তারা ধুরুং বাজারে প্রাইভেট চিকিৎসক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে মেম্বার বশির উল্লাহ জানিয়েছেন।
নিহত জালাল আহমদ মুদি দোকানী ছিলেন।