নঈম আল ইস্পাহান
তরুনী তুমি নও একলা
নিশীতে ভৌতিক ধ্বনির ন্যায়
এসেছে তোমার জীবনে বেহুলা
করেছে তোমায় সবে মুষ্টিমেয়।
লক্ষবস্তুহীন এক প্রতিমা তুমি,
আজকের কালির সমাজ,সবে
তোমায় করেছে প্রচন্ড মৃত্যুকামী
তুমি রবে,সব ভেঙে তান্ডবে।
শ্যামল দুনিয়ার তরুলতার সাথে
আঘাত করে নিশীত,এক পশলা আলো
বেরিয়ে আসবে ঠিক,প্রতি রাতে
কুলাঙ্গারেরা,
তুমি মশাল জ্বালো!
লেখকঃ রাজারকুল,রামু।