হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পিতবার সন্ধ্যায় তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলমকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর আমাদের রামুকে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের নিকট বিষয়টি লিখিত ভাবে পাঠানো হয়েছে।