হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়ায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার সড়ক মেরামতের কাজ শুরু করেছে গ্রামবাসী।
জানা গেছে, গত বছরের ভয়াবহ বন্যায় ইউনিয়নের থিমছড়ি-হরিণপাড়া সংযোগ সড়কটি লন্ডবন্ড হয়ে যায়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সড়কের মেরামত কাজ শুরু না করায় দুর্ভোগ পোহাচ্ছে হরিণপাড়া, ঘোনারপাড়া, শিয়াপাড়া ও সমারঘোনার চার শ পরিবার।
এদিকে আগামী বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে তা পুনরায় নির্মাণের উদ্যোগ নেয় গ্রামের সচেতন মহল। এরই ধারাবাহিকতায় শনিবার ৫ মার্চ সকাল থেকে কাজ শুরু হয়েছে।
স্বেচ্ছাশ্রমের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল জব্বর, সমাজসেবক আবু তাহের ও নুরুল হাকিম।
এলাকার ঈসমাইল সদ্দার ও মোহাম্মদ কাশেম আমাদের রামুকে বলেন, থিমছড়ি-হরিণপাড়া সংযোগ সড়কে সাম্প্রতিক সময়ে ২৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি সেতু নির্মাণ করেছে। পাশাপাশি সেতুটির এপ্রোচ রক্ষায় ৩ লাখ টাকা খরচ করে খাল খননও করা হয়েছে। কিন্তু গত বছরের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া সড়কটি কেউ মেরামতের উদ্যোগ নিচ্ছিল না। অবশেষে বাধ্য হয়ে এলাকার শতাধিক লোকজন ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা হাজী নূর হোসেন বলেন, সড়কটি পুনরায় মেরামত হলে এতদঅঞ্চলের চার শ পরিবার ও কয়েক শ শিক্ষার্থী সুফল ভোগ করবে।
এদিকে স্বেচ্ছাশ্রমের এই মহতী উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।