স্টাফ রিপোর্টার, রামু
আমাদের রামু ডটকম:
“অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ৬ মার্চ রামু উপজেলা পরিষদ গেইট এলাকায় রামু-কক্সবাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
মানববন্ধনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ইউপি সদস্য প্রতিনিধি আফসানা জেসমিন পপি, মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, আল মর্জিনা, বেসরকারি সংস্থা জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা, ডাকভাঙ্গা বাংলাদেশ এর সমস্বয়কারি জনার্ধন কর্মকার সুমন, পাল্স কক্সবাজার এর কর্মসূচি সমন্বয়কারি কামাল হোছাইন, রাফুল আমিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচি রামুর ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ব্র্যাকের পল্লী সমাজের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা সহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।