আমাদের রামু রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামু আগমন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (আজ) ৬ মার্চ বিকাল তিনটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রামু ও কক্সবাজারের উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করবে। এ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে কক্সবাজারকে পর্যটন নগরী, ঈদগাঁওকে বাণিজ্য শহর ও রামুকে শিক্ষা শহরে পরিণত করা হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষা, চিকিৎসা, উন্নত প্রযুক্তির কৃষি ব্যবস্থা ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। কোন মানুষ এখন ছেঁড়া জামা-কাপড় পরে না। দেশ এখন দারিদ্রমুক্ত হয়েছে।
আগামী দিনে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কক্সবাজার সদর ও রামু উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান এমপি কমল।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবিলীগ, তাঁতীলীগের নেতৃ বৃন্দ সহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এ সফরকে স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু সেনানিবাসে আসবেন বলে সেনাসূত্রে নিশ্চিত হওয়া গেছে।