চকরিয়া নিজস্ব প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৭ মার্চ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রফিকুল হক এ জরিমানা করেন।
চকরিয়া পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের এক কর্মী নিজপানখালী এলাকায় দেওয়ালে পোস্টার লাগানোর সময় ভ্রাম্যমান আদালতের কাছে হাতেনাতে ধরা পড়ে। এসময় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনকে ডেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।’
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেছবাহউদ্দিন বলেন, ‘ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’