সৌরভ শর্মা, রাজারকুল,রামু।
হে নারী,কিংবদন্তি তুমি,
কত বদান্যতা তোমার,
তুমি মরুময় প্রান্তরে প্রথম প্রাণের সঞ্চার!
প্রতিটি ছন্দের বন্দনা তুমি,তুমি শিল্পীর হাতের নিপুন ইন্দ্রজাল
কত নতুনত্বের জননী তুমি
তুমি কোমল প্রাণে শক্তির প্রতিধ্বনি।
প্রতিটি বুলেটের প্রেষণা তুমি,লাখো শ্লোগানের প্রেরণা তুমি,
তুমি প্রেমমন্দিরে গোপনে শায়িত নিদ্রিত এক রবি
কত সমুদ্রের তট তুমি
তুমি পথহারা এক রুগ্নপথিকের
বাঁচার জয়গান,
লাখো হতাশার আশা তুমি ,শত নিয়মের নিয়ন্ত্রক তুমি
তুমি ব্যাথিত কাননের শত যাতনার অবসান ||