হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
‘গেল চার বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সততা, বস্তুনিষ্ঠতা, সংযমী এবং আত্মশুদ্ধির মাধ্যমে দুঃখী মানুষের অব্যক্ত কথা তুলে ধরে পাঠকের গ্রহণ যোগ্যতা অর্জনে সফলতা কুড়িয়েছে দৈনিক আজকের কক্সবাজার। এক সাথে এতো সব গুণের সমন্বয়ের দায়িত্ব নিয়ে এ পত্রিকা চারটি বছর অতিক্রম করেছে, যে ধারাবাহিকতা বজায় থাকলে দৈনিক আজকের কক্সবাজার এতোদাঞ্চলের ইতিহাস হয়ে থাকবে’।
সোমবার ৭ মার্চ সন্ধ্যায় শহরের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার চতুর্থ বর্ষপুর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
তারা আশা ব্যক্ত করে আরও বলেন, দৈনিক আজকের কক্সবাজার গণমানুষের পত্রিকা হিসেবে চিরঞ্জীব থাকবে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার অফিস প্রধান তোফায়েল আহমদ, কক্সবাজার পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহেশখালীর পৌর সভার মেয়র মাকসুদ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের কক্সবাজারের নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।
এর আগে কক্সবাজার জেলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার পক্ষ থেকে মুজিবুর রহমান চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে কক্সবাজার পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনছাড়াও নানা ধরণের সামাজিক সংগঠন ও ব্যক্তি কর্তৃক আজকের কক্সবাজার সম্পাদক ফুলে ফুলে সিক্ত হন।
দৈনিক আজকের কক্সবাজার পরিবার :
সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান চেয়ারম্যান, নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, পরিচালনা সম্পাদক হাসান মেহেদী রহমান, সহ-পরিচালনা সম্পাদক আবু শাহমা আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক হাজী এনামুল হক, চীফ রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, বিশেষ প্রতিবেদক এবি ছিদ্দিক খোকন, নিজস্ব প্রতিবেদক আরফাতুল মজিদ, চকরিয়া প্রতিনিধি এম.জাহেদ চৌধুরী, রামু প্রতিনিনিধি প্রকাশ সিকদার, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, উখিয়া প্রতিনিধি শফিউল্লাহ শাহিন, হুমায়ন কবির জুশান, পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ হাশেম, কুতুবদিয়া প্রতিনিধি শহিদ উদ্দিন ছোটন, মহেশখালী প্রতিনিধি আবদুর রাজ্জাক, টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, আবুল আলী, হ্নীলা প্রতিনিধি মমতাজুল ইসলাম মনু, সাদ্দাম হোসেন, ঈদগাঁও প্রতিনিধি এম.আবু হেনা সাগর, কম্পিউটার ইনচার্জ বেলাল উদ্দিন, বিজ্ঞাপন ম্যানেজার আবদুল করিম, কম্পিউটার সহকারি মংছেন, ফটোগ্রাফার বাবু কান্তি দে, অফিস সহকারী মোহাম্মদ রাসেল ও দেলোয়ার হোসেন জয়।