নঈম আল ইস্পাহান, কক্সবাজার সরকারি কলেজ।
ক্লাসের সবচেয়ে সুন্দরী,বড় লোকের মেয়ে মিমি সরাসরি এসে ক্লাসের ভদ্র,সহজ,সরল, বোকা ছেলে আবিদকে বলল,আমি তোমাকে খুব পছন্দ করি।ইয়ে,মানে ভালোবাসি।
আবিদ খুব ভয় পেলো।এ হতে পারেনা।এমন সুন্দরী,বড়লোকের মেয়ে কেন আমাকে ভালোবাসবে ? নিশ্চয়ই সে মজা করছে।
আবিদ ভয়ে কোন জবাব দিচ্ছেনা দেখে মিমি আবার বলল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকেই সারাজীবন ভালোবাসতে চাই।
আবিদ তখন মিমিকে বলল,
:আমি তোমার যোগ্য না।
-সমস্যা নেই।
:তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলেনা।
-সমস্যা নেই।
:তোমার সাথে তাল মিলিয়ে চলার মত টাকা আমার নেই।
-তোমার কোন টাকা খরচ হবেনা।
:তোমাকে বিয়ে করে সুখে রাখার মত বাসস্থান আমার নেই।
-সমস্যা নেই।
:তোমাকে যখন তখন রেষ্টুরেন্টে নিয়ে পিৎজা খাওয়ানোর মত আমার টাকা নেই।
-লাগবেনা।
:তোমাকে কীভাবে দামি মেকাপ কিনে দিবো?
-দিতে হবেনা।
:তোমাকে পার্লারে কীভাবে নিয়ে যাবো?
-নিতে হবেনা।
:আচ্ছা,আমার কী তোমাকে ভালোবেসে কিছুই করতে হবেনা?
-হুম।হবে।
:কী?
-ঘর জামায় থাকতে হবে!