নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
পৌরসভার বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চকরিয়া পৌরসভা নির্বাচনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালান।
এ সময় দেওয়ালে পোস্টার লাগিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হায়দারকে ১৫ হাজার টাকা, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালামকে পাঁচ হাজার ও মিজবাউল হককে তিন হাজার টাকা এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
চকরিয়া পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেওয়ালে পোস্টার লাগানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি সংশ্লিষ্ট প্রার্থীরা স্বীকার করে কখনও আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গিকার করেছেন। এ সময় এক মেয়রপ্রার্থী ও তিন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে ৩৩ হাজার টাকা আদায় করা হয়েছে।’
একই অভিযোগে গত সোমবার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের কাছ থেকেও ছয় হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।