হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রম্যভূমি রামুর বিহার পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।
বুধবার ৯ মার্চ রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আন্ত: ধর্মীয় সংলাপ শেষে করে দুপুর ২টায় অতিথিবৃন্দকে সাথে নিয়ে রামু কেন্দ্রীয় সার্বজনিন কালি মন্দির, কেন্দ্রীয় সীমা বিহার ও ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী।
এসময় রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদক প্রাপ্ত উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাথের’র সঙ্গে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে তিনি কৌশল বিনিময় করেন।
এদিকে ধর্মমন্ত্রী রামু কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরে গেলে স্বাগত জানান, মন্দিরের সভাপতি রতন মল্লিক, শ্রী শ্রী রামকোট তীর্থ ধাম পরিচালনা কমিটির সভাপতি এড.দীলিপ কুমার ধর, সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, ডা: আশুতোষ চক্রবর্তী মন্টু, পুরহিত সজল চৌধুরী, সুবীর চৌধুরী, দীলিপ দেওয়ানজী প্রমূখ।
এসময় মন্ত্রী মতিউর রহমান শত বছরের পুরাতন সার্বজনিন কালি মন্দিরকে অাধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন।