নঈম আল ইস্পাহান, কক্সবাজার সরকারি কলেজ।
ছোট পাখি তোমার দুটো ডানা আমায় দিয়ে দাও
বিনিময়ে আমার মনুষ্য শরীর তুমি নিয়ে নাও,
উড়বো আমি যেথায় সেথায় ইচ্ছে যখন হবে
আকাশ-বাতাস সঙ্গী হবে তোমার কথা ভেবে!
পুরো পৃথিবী আমার হবে আমার মত করে
মুগ্ধ হয়ে দেখবো আমি আপন প্রাণ ভরে,
রঙধনুদের দেখবো আমি আরো নিকট থেকে
বন্ধু হবে পথপাখালি সখী সাঁজবে বকে!
শখ পূরণের দিনটি আমার মনে পরেনা কবে,
পাখি তুমি পূর্ণ করো,যা যা চাও তুমি পাবে,
ভালো তুমি,বন্ধু আমার আশার আলো দাও
ভবঘুরে আজ,এই আমাকে সঙ্গে নিয়ে যাও!