হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
“দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়” এই শ্লোগানে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
বৃহস্পতিবার ১০ মার্চ সকাল ১০টায় এ উপলক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খাইরুল বাশার, উপজেলা মুক্তিযুদ্ধা কমন্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি ছৈয়দ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা প্রকৌশলি মোঃ কামল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, ইউপি সদস্যা জুহুরা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসু অং মার্মা, শিক্ষিকা বুলবুল আক্তার, ফাতেমা বেগম, জেসমিন আক্তার, মাইচিং চাক প্রমূখ।
আলোচনা সভা শেষে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপক ও দুর্যোগকালীন সময়ে জনসাধারণের সচেতনতা ও করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন করে দেখান শিক্ষার্থীরা।
এর আগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দ।