শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ার পার্শ্ববর্তী সীমান্ত বেতবুনিয়া বাজার থেকে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
গত ৯ ও ১০ মার্চ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ৬২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার শেখ আতিউর রহমান আমাদের রামুকে জানান, ৯ মার্চ বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবি টহলদানকালে ১ হাজার পিস ইয়াবা ও ১০ মার্চ ভোরে জলপাই তলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬২টি মোবাইল সেট জব্দ করা হয়।
ইয়াবা ও মোবাইল সেটের মূল্য ৪ লক্ষ ৪১ হাজার টাকা বলে ধারনা করা হয়।
পরে মোবাইল সেট ও অন্যান্য সামগ্রী নিকটস্থ শুল্ক গুদামে হস্তান্তর করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।