নিজস্ব প্রতিনিধি, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় একটি বন্য হাতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হাতিটিকে গুলি করে। গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বনকর্মীরা হাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
পূর্ণগ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, বুধবার রাতে একটি বন্য হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় একটি বসতঘরে ভাঙচুর চালায় হাতিটি। পরে রাত ১২টার দিকে কে বা কারা হাতিটির মাথায় গুলি করে। এতে হাতিটি মাটিতে লুঠিয়ে পড়ে। তবে হাতির দাঁত বা শরীরের অন্য কিছু খোয়া যায়নি।
কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমারিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আবু তাহের আমাদের রামুকে বলেন, ‘হাতিটিকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে মাটি চাপা দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।’
আবু তাহের আরও বলেন, ‘স্বাভাবিকভাবে দাঁত লুট করার জন্য দুর্বৃত্তরা বন্য হাতি হত্যা করে থাকে। কিন্তু এই হাতিটি স্ত্রী লিঙ্গ হওয়ায় তার দাঁত নেই।
এখন প্রশ্ন দেখা দিয়েছে, কেন হাতিটিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা? বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।’