নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া।
কুতুবদিয়ায় আসন্ন ইউপি নির্বাচেনে “নুরুল” নামের ৩ জন সাধারণ সদস্য প্রার্থী হয়েছেন এক ওয়ার্ড থেকে।
নাম নিয়ে ভোটাররা বিভ্রান্তিতে পড়লেও প্রতীকের রয়েছে ভিন্নতা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩ নং লেমশীখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সাধারণ প্রার্থী রয়েছেন মোট ৫ জন। এর মধ্যে ৩ জনের নামের শুরুতে আছে “নুরুল” শব্দটি।
তারা হলেন,নুরুল আবছার (তালা),নুরুল হক (টিউবওয়েল), নুরুল আমিন (মোরগ)।
এছাড়া ঐ ওয়ার্ডে শফিউল আলম (ফুটবল) ,জালাল আহমদ (ঘুড়ি) দু‘জন প্রার্থী রয়েছেন।
প্রচারণায় ওই ওয়ার্ডে ৩ প্রার্থীর নামের কারণে ভোটাররা বিভ্রান্তিতে পড়লেও প্রতীকের ওপর নজর দিচ্ছেন বেশিরভাগ প্রার্থীরা।