উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাজাম রোড ইয়ং স্পোর্টস ক্লাব।
গত শূক্রবার ১১ মার্চ হাজম রোড ইয়ং স্পোর্টস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন উখিয়া প্রেস ক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে এফএএম হাসনাত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ছৈয়দ আলম অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।
নির্বাচন পরিদর্শন করেন কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, ইউপি সদস্য আবদুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, দানু মিয়া, মোঃ ইসমাইল, আলী আহাম্মদ প্রমূখ।
উল্লেখ্য, বিগত ১ বছর আগে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েন উখিয়ার ক্রীড়া সংগঠক ইলিয়াছ পলাশ ও মোঃ ইসমাইল।