এম.এ আজিজ রাসেল
কক্সবাজার শহরের সাগরগাঁও হোটেলের দ্বিতীয় তলার ১২১ নাম্বার রুম থেকে ৬শ’ পিস ইয়াবাসহ সমিতি পাড়ার ইয়াবা সম্রাট আনুয়ারা বেগম ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় তাদেরকে আটক করা হয়।
সদর থানা সুত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের গোপন খবর পেয়ে এসআই আবুল কালাম ও মানস বড়ুয়ার নেতৃত্বে ওই রুমে অভিযান চালানো হয়। এসময় সমিতি পাড়ার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা আবদুর রহিমের স্ত্রী ইয়াবা কন্যা খ্যাত আনুয়ারা বেগম, একই এলাকার আবদুর রশিদের কন্যা ছহুরা খাতুন ও নুরুল আলমের পুত্র নুরুল আবছারকে আটক করা হয়। পরে আনুয়ারা বেগমের দেহ তল্লাশী করে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা (নং-৪৫, তাং-১৩-০৩-১৭ইং) রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, আনুয়ারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে তাকে নানা ধরনের হুমকী-ধমকী দেয়া হতো। এছাড়া সমিতির পাড়ার ঝাউগাছ নিধন করে সরকারি জায়গা বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ বনেছেন। খুরুস্কুলসহ বিভিন্ন স্থানে কালো টাকায় কিনেছেন একাধিক জমি। তাকে গ্রেফতারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।