অনুপম বড়ুয়া টিপু:
প্রথিতযশা সাংবাদিক, বরেণ্য সাহিত্যিক, খ্যাতিমান কবি, বহুমুখী কর্মপ্রতিভার অধিকারী সব্যসাচী লেখক, মননশীল সমাজ বিনির্মাণের দৃপ্তমান সাংগঠনিক ব্যক্তিত্ব বিমলেন্দু বড়ুয়ার জীবনকীর্তি নিয়ে রচিত ‘বিমলেন্দু বড়ুয়া স্মারকগ্রন্থ’ প্রকাশনা উৎসব আগামী ১৮ মার্চ ২০১৭ ইং, শনিবার, বিকেল চারটার সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন-এর উদ্যোগে নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কে ফুলকিস্থ এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন-এর সভাপতি কবি ও সাহিত্যিক, প্রবীণ সাংবাদিক অরুন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রকাশনা উৎসবে চট্টগ্রামের আলোকিত ও বহুল প্রচারিত দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উপমহাদেশের বরেণ্য সমাজ বিজ্ঞানী, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ অনুপম সেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রিয়াজ হায়দার, সীতাকুন্ডস্থ লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া।
এছাড়াও দেশের খ্যাতিমান সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিদগ্ধ পন্ডিত ও সুধী সজ্জন উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করবেন। অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন-এর মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ সবিনয়ে অনুরোধ জানিয়েছেন।
সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া কর্মজীবনের শুরুতে শিক্ষকতা হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ ৪৫ বৎসর চট্টগ্রামের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। সাহিত্যের বিভিন্নধারায় তাঁর সাবলিল দৃপ্ত পদচারণায় বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। ইতিমধ্যে তাঁর প্রায় ২৫ টির মতো বই প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত থেকে গেছে আরো ২৫ টির অধিক বই এর পান্ডুলিপি। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক তাঁর বর্ণাঢ্য সাহিত্যকৃতি ও সমাজসেবার কর্মকান্ডকে ধরে রাখতে ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস জাপান পরিভ্রমণ শেষে তিনি গত ২০০৭ এর ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং ১৩ জানুয়ারী দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ২২ জানুয়ারী ঢাকাস্থ এ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।