নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়া কৈয়ারিবিল ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল) শনিবার ১২ মার্চ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেন।
কুতুবদিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার প্রতিদ্বন্ধি প্রার্থী সরকারি দলের নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানো সহ নানা অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি সহযোগী সংগঠনের নেতা হয়েও দলীয় মনোনয়ন না চাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী নন দাবি করে বলেন,তার প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতবর উপজেলা আওয়ামীলীগের সভাপতির ভাই হওয়ায় নানা ধরনের প্রভাব খাটাচ্ছেন।
তাকে নির্বাচন না করার জন্য বিভিন্ন ভাবে বাধা,হুমকি ও মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন প্রথম থেকেই। তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। তিনি আরো বলেন, ঘিলাছড়ি নামক স্থানে জনৈক কামালের দোকানে বসায় সে দোকানটি বন্ধ করে দিয়েছিল ওই প্রার্থী।বিভিন্ন স্থানে পোষ্টার,ব্যানার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে।
প্রথম থেকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিস্ট রিটার্নিং অফিসে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
সরকার দলীয় পরিচয়ে সাধারণ ভোটার,কর্মী-সমর্থক ও প্রশাসনকে প্রভাব খাটিয়ে বিভ্রান্তি করে সরকারের ভাবমুর্তি বিনষ্টের অপচেষ্টা করছে বলে জানান তিনি।
কৈয়ারিবিল ইউনিয়নে ৮,৯ নং ওয়ার্ড সহ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেন তিনি।
নির্বাচনে সরকার দলীয় প্রভাবের আশংকা প্রকাশ করে সুষ্ঠ নির্বাচনের দাবি জানান সংবাদ সম্মেলনে।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আছাদ উল্লাহ খাঁন, নুরুল হুদা মাতবর, সালেহ আহমদ, জহীর উদ্দিন, আলমগীর প্রকাশ মিন্টু, আওরঙ্গজেব সিকদার,মো. শাহজাহান প্রমূখ।