অরুপম বড়য়া:
বান্দরবানের লামা উপজেলায় বেপরোয়া চাঁদের গাড়ির ছাদ থেকে পড়ে মেহরাজ উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহরাজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বমুবিলছড়ি ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি চাঁদের গাড়ির ছাদে বসে মেহরাজ চকরিয়া হতে লামায় আসছিল। এসময় গাড়িটি চকরিয়া-লামা সড়কের বনপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছলে গাড়ীর গতি বেশি থাকায় টার্নিং পয়েন্টে সে ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মেহরাজের অবস্থা আশংকাজনক দেখে গাড়ীর ড্রাইভার তাকে ফেলে চলে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহরাজ মারা যায়। চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সে গাড়ির ছাঁদ থেকে পড়ে যায় বলে যাত্রীরা জানিয়েছেন।
লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।