রুকেন বড়ুয়া:
আগামীকাল (১৭ই) মার্চ রোজ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ (১৬ই) মার্চ সকাল ১০ টায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে ” বাংলাদেশ ছাত্রলীগ” শহর শাখার উদ্যোগে “রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বান্দরবান শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বাবু আশিষ বড়ুয়ার সঞ্চালনায় ও আহ্বায়ক জনাব ইসমাইলের সভাপতিত্বে উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জনাব ইসলাম বেবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল সহ ছাত্রলীগের কর্মী ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র- ছাত্রীর উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার তিনটি বিভাগে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথি বৃন্দ।