প্রেস বিজ্ঞপ্তি:
রামুর উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার (১৭ মার্চ) উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শিক্ষার্থীরা কখনো মিথ্যা কথা বলবেনা, সবসময় সত্য কথা বলবে। সত্য ও ন্যায়ের সাথে থাকলে জীবনের উচ্চ শিখরে পৌঁছা যায়। মনযোগ সহকারে পড়া লেখা করার আহবান জানিয়ে তিনি বলেন, উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যেতে চাইলে শিক্ষার্থীদের আর্থিকসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মোঃ আব্দুল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেকটর আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি, নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল করিম।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিন ব্যাপী অনুষ্ঠানে তরুন সংগীত শিক্ষক, শিল্পী আবুল কাশেমের পরিচালনায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।