অরুপম বড়ুয়া :
জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় দুই দিনের কর্মসূচি গতকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে শিশুদের বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে রচনা, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে এক শোভা যাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামা টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র্যালীতে অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু’র সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, থানা ইনচার্জ আনোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহী নেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা প্রীতি তঞ্চঙ্গ্যা, লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ উদ্দিন সহ প্রমূখ।
আলোচনার সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গতকাল (১৬ মার্চ) বৃহষ্পতিবার বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে রচনা, কবিতা ও আবৃত্তি প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী হাসপাতাল কমিউনিটি ক্লিনিক গুলো ভিন্ন ভিন্নভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লামা সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন ও কমিউনিটি ক্লিনিক গুলোতে বিশেষ সেবা কর্মসূচি পালন করা হয়েছে।
লামা উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকে আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশে শুক্রবার সারাদেশের ন্যায় লামায় সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।