সংবাদ বিজ্ঞপ্তি:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সল বলেন, ইসলামই পারে আজকের বিশৃঙ্খল ধ্বংসোম্মূখ বিশ্বে শান্তি ফেরাতে। তিনি আজ কক্সবাজারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভপাতি হাফেজ মাওলানা নূরুল আলম আল মামুনের সভাপতিত্বে ড. মুস্তাফিজ অরো বলেন, শান্তির জন্য মুসলমানদেরকে কুরআনের পথে ফিরে আসতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে।
জেলা কমিটির শুরা সমাবেশে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুফতি মাওলানা আবু মুছা ও মাওলানা ছিদ্দিক আহমদ। সাধারাণ সম্পাদদক অধ্যাপক মুহাম্মদ তোয়াহা, মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, হাফেজ শহিদুল্লা নাঈম, হাফেজ মাওলানা মীর সিরাজুল মোস্তফা, মাওলানা নূরুল আছার কাউছার, হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা ওমর ফারুক, সাবেক ছাত্র নেতা মাওলানা ইমরান উদ্দিন, ছাত্র নেতা মাওলানা সাজেদ, ছাত্র মজলিশ জেলা সভাপতি হাফেজ আবউল কাসেম, জেলা সম্পাদক মুঃ রাশেদুল হক প্রমূখ।