আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার কেন্দ্রীয় সীমা বিহারে আসছেন ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির। আজ শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার সময় তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারে পৌছার কথা রয়েছে। এরপর তিনি কেন্দ্রীয় সীমা বিহারে একক সদ্ধর্ম দেশনা দান করবেন।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদক প্রাপ্ত উপসংঘরাজ রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের।
উল্লেখ্য, ভদন্ত শীলানন্দ স্থবির আগের দিন শুক্রবার (১৭ মার্চ) উখিয়া উপজেলার রত্নাপালং বিশুদ্ধ দর্শন ভাবনা কুঠিরে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি একক সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন।