পটাচারা
সুখপর্ব
সুখের লাগিয়া ঘর ছেড়েছি আষাঢ়ে
শ্রাবস্তী নগর ফেলে কুঠিরে বাসর
অজানা চুম্বক টানে প্রণয়ের পথে
হেসে খেলে রোদে-শীতে মধুকাল পার
শোকপর্ব
অবশেষে শূন্য হাত চোখে শূন্য ঘর
পটাচারা খরস্রোতে বানে ভাসা খড়
শোকের প্রাবল্য বুকে, বাজপাখির টোকা
বাকিটা কেড়েছে নদী; পাঁজরের পাড়