অরুপম বড়ুয়া :
বান্দরবানের লামা-আলীকদম উপজেলার সর্বোচ্ছ বিদ্যাপীঠ লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের “অগ্রযাত্রার ৩০বছর” পূর্তি উৎসব বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। (১৮ মার্চ) শনিবার কলেজ মাঠ প্রাঙ্গনে জঁমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সরব উপস্থিতিতে কলেজের ৩০ বছর পূর্তি উৎসবটি বিশাল মিলনমেলায় রূপ নেয়। ৩০ বছর পূর্তি উৎসবকে ঘিরে কলেজের ছাত্রাবাসসহ একাডেমিক ভবন ও কলেজ প্রাঙ্গণ এবং এর আশপাশ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়া রংবেরঙ্গের ফেস্টুন ঝোলানো হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে পুরো লামা উপজেলায় মহামিলন মেলায় রূপ নেয়। স্বরণ কালের সবচেয়ে বড় এই আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এম.পি। প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র্যালী লামা শহর প্রদক্ষিণ শেষে কলেজের অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ,ক্রেষ্ট প্রদান , কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এসময় কলেজ সৃষ্টিতে যাদের অবদান রয়েছে এ মহান ব্যক্তিদের স্বরণে “শৈল দ্যূতি” নামক স্বরণিকার মোড়ক উম্মোচন ও স্মৃতিচারণ করা হয়। মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুর্তি উৎসবের সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হাজী মোঃ ইলিয়াছ, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার যুবায়ের সালেহীন, লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার সারোয়ার হোসেন পি.এস.সি, অগ্রযাত্রার ৩০ বছর’ পূর্তি উৎসব কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু সহ কলেজের প্রভাষক, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, জেলা সহকারী পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল দাশ, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ইউ.পি চেয়ারম্যান, বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার দাশ, ছাচিংপ্রæ মার্মা, জাকের হোসেন মজুমদার, আলীকদম উপজেলা সদর ইউ.পি চেয়ারম্যান জামাল উদ্দিন, নয়াপাড়া ইউ.পি চেয়ারম্যান ফোগ্য মার্মা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করছে সরকার। এই কলেজটিকে ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রী করা হয়েছে ভবিষ্যতে মাষ্টার্স কোর্স চালু করা হবে। তিনি কলেজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী, বাস-জীপ মালিক সমিতি, বাশঁ ও গাছ ব্যবসায়ী সমিতির অবদানের কথা স্মরণ করেন। তিনি ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহায়তা করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি কলেজের শিক্ষার্থীদের জন্য ১টি কলেজ বাস ও শিক্ষা সফরের জন্য নগদ ২লাখ টাকা অনুদান প্রদান করেন। কলেজে নতুন ভবন, সীমানা প্রাচীর,রাস্তা সংস্কার, কলেজ অডিটরিয়াম ও একটি মিনি স্টেডিয়াম করার ঘোষনা দেন। পরে বিকাল সাড়ে ৩টা থেকে শুরু অর্ধরাতব্যাপী স্থানীয় শিল্পী ও আগত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।