স্টাফ রিপোর্টার, পেকুয়া।
আমাদের রামু ডটকম:
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ামোদি। তিনি নিজেই খেলার মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। যে দেশের প্রধানমন্ত্রী এতো ক্রীড়ামোদি সে দেশের একটি সন্তানও ইয়াবা আসক্ত হতে পারে না। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। দেশের প্রতিটি গ্রামে এ রকম সুন্দর ও মনোমুগ্ধকর টুর্ণামেন্ট আয়োজন করতে হবে। তাহলেই আমাদের ছেলেরা দেশের মুখ উজ্জ্বলের সুযোগ পাবে।’
১১ মার্চ বিকেলে চকরিয়া উপজেলার পশ্চিম কৈয়ালবিল ক্রীড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সজিব এ সব কথা বলেন।
এর আগে ইউপি মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হামিদুল্লাহ সিকদার পাড়া ফুটবল একাদশ ও জিদ্দাবাজার ফুটবল একাদশ। ৪০ মিনিটের খেলায় পর পর দুই গোল করে এগিয়ে যায় হামিদুল্লাহ সিকদার পাড়া একাদশ।
প্রাণপন চেষ্টা চালিয়েও জিদ্দাবাজার ফুটবল একাদশ গোল শোধ করতে পারেনি। দীর্ঘ একমাস প্রতীক্ষার পর দর্শকেরা হামিদুল্লাহ সিকদার পাড়া একাদশকে শ্রেষ্ঠত্বের আসনে দেখতে পায়।
স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আইনজীবী জাহেদ নেওয়াজ, আওয়ামীলীগের নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের নেতা মো. রাসেল, নেয়ামত হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, পশ্চিম কৈয়ালবিল ক্রীড়া একতা সংঘের সভাপতি মো. মারুফ প্রমুখ।