প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের ৬ষ্ঠ সম্মেলন শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্যতা দেখা দিয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশ, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস। সম্মেলন উদ্বোধন করবেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া। সভাপতিত্ব করবেন রামু উপজেলা সংসদের আহ্বায়ক জয় বড়ুয়া।
রামু উপজেলা সংসদের আহ্বায়ক জয় বড়ুয়া ও সদস্য সচিব আব্দুল মান্নান জানান, ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সফল করার জন্য ছাত্র ইউনিয়নের উপজেলা সংসদের আওতাধীন বিভিন্ন ইউনিটের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।