নিজস্ব প্রতিবেদক:
খিজারীয়ান ৮৬’র বন্ধু সদস্য দৈনিক প্রিয় চট্টগ্রামের স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিনের স্ত্রী পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকেরা বেগম বুধবার সকালে চট্টগ্রাম শহরে সড়ক দূর্ঘটনায় মারা যান।
চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বন্ধু’র স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রামুর প্রাক্তন ছাত্রদের সংগঠন খিজারীয়ান ’৮৬।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দ সমবেদনা জানাতে ছুটে যান, নিহত স্কুল শিক্ষক শাকেরা বেগমের শশুরালয় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে। নিহতের স্বামী সাংবাদিক বন্ধু গিয়াস উদ্দিন, তাঁর দু’মেয়ে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নাহিয়ান তাফান্নুম ও বাংলাদেশ মহিলা সমিতি স্কুলের নবম শ্রেণির ছাত্রী জেবা ফারিহা সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান, খিজারীয়ান ৮৬’র সভাপতি রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সংগঠনের অর্থ সম্পাদক কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক।
ফোনালাপে সাংবাদিক বন্ধুকে সমবেদনা জানান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়ুয়া। এ সময় বন্ধু গিয়াস উদ্দিন ও তার দু’মেয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের জন্য দোয়া করতে বলেন।
এছাড়াও খিজারীয়ান ৮৬’র বন্ধু সদস্য সাংবাদিক গিয়াস উদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষক সাকেরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খিজারীয়ান ৮৬’র নির্বাহী সদস্য কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি জহির উদ্দীন কাজল, আলহাজ্ব সাহেদ সরওয়ার, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক খালেদ নেওয়াজ আবু, উইথো চিং, অর্থ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, যোগাযোগ সম্পাদক রূপন শর্মা, সাংস্কৃতিক সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, শিক্ষা সম্পাদক জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, ধর্ম সম্পাদক গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, সমাজসেবা সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, পরিবেশ সম্পাদক মমতাজ উদ্দীন আহমদ, আপ্যায়ন সম্পাদক মো. শফিউল আমিন, ব্যবস্থাপনা সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দীন, তথ্য সম্পাদক অসিত পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার বৈদ্য ময়না, সদস্য মো. আজিজুল হক, নজিবুল আলম, মো. কলিম উল্লাহ, মো. মুবিনুল হক, মো. নুরুল কবির সহ খিজারীয়ান ৮৬’র বন্ধুরা।