এম.এ আজিজ রাসেল:
ঝিমিয়ে পড়া বিদ্যুৎ বিভাগ গত ৩ বছর ধরে সক্রিয় হয়ে উঠেছে। বদলে গেছে বিভাগটির চিত্র। আগের তুলনায় বেড়েছে সেবা। এতে বেশ সন্তুষ্ট গ্রাহকরা। এখন আর অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্তাদের ফাঁকি দেয়া যায়না। বকেয়া রেখেও বছরের পর বছর কর্মকর্তাদের সময় ক্ষেপণ করা যায় না। বর্তমান নির্বাহী প্রকৌশলী কক্সবাজারে যোগদানের পর সব সিস্টেম বদলে গেছে। নিয়মিত আদায় করতে হয় বকেয়া টাকা। আর অবৈধ সংযোগ ধরা পড়লেই নিশ্চিত জরিমানা ও মামলার খপ্পরে পড়তে হবে।
গত ২০১৬ সালের জুলাই থেকে চলতি মার্চ পর্যন্ত কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ২৭৩ টাকা জরিমান ও বকেয়া আদায় করেছে। তার মধ্যে ১৪০ জন গ্রাহকের কাছ থেকে ৭ লাখ ৮২ হাজার ৬০০ ইউনিটের সম্পূরক বিলের জরিমানা আদায় করা হয়েছে ভ্যাটসহ মোট ৯৯ লাখ ৪৪ হাজার ৭৯৯ টাকা।
২০১৬ সালের জুলাই মাসে ৯ জন গ্রাহক থেকে ২ লাখ ৫৭ হাজার ৯১৪ টাকা, আগষ্ট মাসে ১২ জন গ্রাহক থেকে ১৭ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা, সেপ্টেম্বর মাসে ১৪ গ্রাহক থেকে ১৮ লাখ ৮১ হাজার ২৬৩ টাকা, অক্টোবর মাসে ১৭ গ্রাহক থেকে ১২ লাখ ৪ হাজার ৬০২ টাকা, নভেম্বর মাসে ১৪ গ্রাহক থেকে ৮ লাখ ৩৩ হাজার ৯৩১ টাকা, ডিসেম্বর মাসে ২০ গ্রাহক থেকে ৮ লাখ ৫৯ হাজার ৩০৩ টাকা, ২০১৭ সালে জানুয়ারী মাসে ২৩ গ্রাহক থেকে ৭ লাখ ২৯ হাজার ৮৭৮ টাকা ও মার্চ মাসে ৩১ গ্রাহক থেকে ২৩ লাখ ৯১ হাজার ৫০৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপরদিকে গত বছরের জুলাই থেকে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃ সংযোগে ৪ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৪৭৪ জরিমানা ও বকেয়া আদায় করা হয়েছে। এসময় ৭২ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৫শ’ ৩৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে ৪ কোটি ৭২ লাখ ৯০ হাজার ৬৭৮ টাকা ও ৭৭৮ গ্রাহকের পুনঃ সংযোগের মাধ্যমে আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা।
এরমধ্যে গত বছরের জুলাই সংযোগ বাবদ ১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ২৫ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ২৪ লাখ ২২ হাজার ২২ টাকা, আগষ্টে সংযোগ বাবদ ১৪ লাখ ৮৩ হাজার ২১৭ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ১৮ লাখ ৯০ হাজার ৩০৬ টাকা, সেপ্টেম্বর মাসে সংযোগ বাবদ ১৪ লাখ ৯৪ হাজার ১১৫ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ১৮ লাখ ৬৬ হাজার ১৯৮ টাকা, অক্টোবর মাসে সংযোগ বাবদ ৩২ লাখ ৩৩ হাজার ১৮৩ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ১৭ লাখ ৩৪ হাজার ৩২৫ টাকা, নভেম্বর মাসে সংযোগ বাবদ ৩৩ লাখ ২৮ হাজার ৩৫২ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ১৯ লাখ ৪৩ হাজার ৩৯২ টাকা, ডিসেম্বর মাসে সংযোগ বাবদ ৩৫ লাখ ৫৫ হাজার ৩১২ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ২০ লাখ ২৯ হাজার ৩৯৮ টাকা, ২০১৭ সালে জানুয়ারী মাসে সংযোগ বাবদ ৭০ লাখ ১৫ হাজার ১৭৪ টাকা ও পুনঃ সংযোগ বাবদ ২৫ লাখ ৭০ হাজার ১৫৪ টাকা, ফেব্রুয়ারী মাসে সংযোগ বাবদ ১ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকা ও পুনঃ সংযোগ বাবদ ৫ লাখ ২৮ হাজার টাকা ও মার্চ মাসে আদায় হয়েছে সংযোগ বাবদ ৮০ লাখ ২৭ হাজার টাকা ও পুনঃ সংযোগ বাবদ ১ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুঃ মোস্তাফিজুর রহমান আমাদের রামু ডটকমকে জানান, সরকারি বিদ্যুৎ ঘাটতি লাঘবে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এখন আর আগের মতো লোডশেডিং হয়না। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে শেখ হাসিনা সরকার। সব উন্নয়ন কাজ জনগণের জন্য। তাই সকলের উচিৎ সরকারের মহতী কাজে সহযোগিতা করা।