লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় সাবেক ইউপি সদস্যসহ একই পরিবারের ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর পূর্ব ছোট মার্মা পাড়ায় (২৪ মার্চ) শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্যাহ্লাচিং মার্মা (৭০) ও তার স্ত্রী চিংহ্লামে মার্মা (৬৫)। তাদের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
নিহতের মেয়ে মা অং মার্মা (৪২) জানান, আমার বাবা-মা দুইজন নিজেদের বাড়িতে একা থাকত। শনিবার (২৫ মার্চ) সকাল ৭টায় আমি তাদেরকে রান্না করে দিতে আসলে দেখি আমার বাবা মায়ের রক্তাক্ত লাশ বিছানায় পড়ে আছে। বাবার গলা কাটা হয়েছে আর মায়ের বুকে কাটা আছে। আমার চিৎকারে আশপাশের লোকজন সবাই ছুটে আসে।
নিহতের ছেলে মংক্যাহ্লা বলেন, ঘরের আলমারি, সিন্দুক, বক্সের তালা খোলা রয়েছে। সারা ঘর এলোমেলো ও জিনিসপত্র গুলো ছড়ানো ছিটানো রয়েছে। মাটির দুই তলা ঘরের উপরের অংশের ছোট জানালা গুলো খোলা। যা সব সময় বন্ধ থাকে। পাড়া কারবারী অংশৈপ্রু মার্মা বলেন, ক্যাহ্লাচিং মার্মা সাবেক মেম্বার। তার জায়গা জমি ও অনেক সম্পত্তি রয়েছে। পাড়ার সবার সাথে তার সম্পর্ক ভালোছিল।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা জানান ঘটনাটা ডাকাতি হতে পারে তবে জায়গাজমি নিয়েও তাদের অনেকের সাথে বিরোধ রয়েছে। ঘটনা জানাজানির পর পর লামার ইয়াংছা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকমকে বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি।