এম.এ আজিজ রাসেল:
সদর হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা বকেয়া বেতনের দাবিতে আগামী ২৭ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোঃ আরিফুল ইসলাম জানান, গত ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ২৭ জন নতুন ইন্টার্ন চিকিৎসক সদর হাসপাতালে যোগদান করে। এর আগে পুরাতন রয়েছে ৩৩ জন ইন্টার্ন চিকিৎসক। যোগদানের পর থেকে নতুনদের মাত্র ১৪ দিনের বেতন প্রদান করা হয়। এছাড়া জানুয়ারী থেকে বন্ধ রয়েছে পুরাতন ইন্টার্ন চিকিৎসকদের বেতনও। বিগত ৪ মাস ধরে বেতন না পেয়ে মোট ৬০ জন ইন্টার্ন চিকিৎসক মানবেতর জীবন যাপন করছে। যার ফলে কর্মবিমূখ হয়ে পড়েছে এসব চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা।
তিনি আরো জানান, এ বিষয়ে সিভিল সার্জন ও সদর হাসতালের তত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামানকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের দীর্ঘ সূত্রিতার বাহনায় তারা এ পর্যন্ত সুষ্ঠু সমাধানের কোন পদক্ষেপ গ্রহণ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন ও চিকিৎসা সেবা ধ্বংসে ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। এ অবস্থায় দুই দিনের মধ্যে ইন্টার্ন চিকিৎসকের বকেয়া বেতন পরিশোধ না করলে দাবি আদায়ে আগামী ২৭ মার্চ সোমবার সকাল ১১ টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাবে কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান রবিন, সহ-সভাপতি ডাঃ রাজীব দাশ ও সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ তারিকুল ইসলাম লিমনসহ ইন্টার্ন চিকিৎসকরা।