নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের লেঙ্গুরবিল পুরাতন পল্লানপাড়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিরোধীয় জমিতে ভবণ নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে প্রভাবশালী প্রতিপক্ষ। উপজেলা ও থানা প্রশাসন বিরোধীয় জমি লাল পতাকা দিয়ে চিহ্নিত করলেও তা মানছেনা প্রভাবশালীরা। এতে আদালত অবমাননার ঘটনা ঘটেছে বলে দাবি এক পক্ষের।
টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল লম্বরীপাড়ার মৃত হাজী নুর মোহাম্মদের ছেলে আব্বাছ এর দীর্ঘদিনে ভোগ দখলীয় জমির উপর লুলোপ দৃষ্টি পড়ে দখলবাজ লেঙ্গুরবিল মাঠপাড়া এলাকার ফরিদ আলম গংয়ের। ভূক্তভোগী আব্বাছের সাথে উক্ত প্রভাবশালীরা নানা টালবাহনা করে আসছিল। এতে আব্বাছ আদালতের আশ্রয় নেন। কক্সবাজার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত এম,আর মামলা নং- ২১৭/২০১৭ মূলে উক্ত জমির উপর ১৪৪ জারি করেন। কিন্তু প্রভাবশালীরা উক্ত আদালতের ১৪৪ ধারা না মেনে বুধবার (২২ মার্চ) রাতের আঁধারে বিরোধীয় জমিতে মাটি ফেলে। পরদিন বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সেখানে গিয়ে বিরোধীয় জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করেন। কিন্তু তাও অমান্য করে প্রভাবশালী ফরিদ আলম গং শুক্রবার রাতে ওই বিরোধীয় জমিতে ফের টিনের ঘেরা দিয়ে একটি ঘর তৈরী করেছে। এতে দু’পক্ষের মাঝেই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এদিকে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মাঈনুদ্দীন খান জানান, বিরোধীয় জমিতে ১৪৪ ধারা জারির পর যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আদালতে আইনগত প্রতিবেদন পাঠানো হবে।