রামু প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ রামু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ মার্চ রামু চৌমুহনীস্থ অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা ওলামালীগের আহবায়ক মাওলানা নুরুল আজিম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা নুরুল আবছার।
আরো বক্তব্য রাখেন, কাজী মাওলানা মূফতি আবু বক্কর ছিদ্দিকী, সাইফুল্লাহ মো. ফোরকান, আবু বকর ছিদ্দিক, আবুল ফয়েজ ছিদ্দিকী, কাজী মাওলানা নুরুল হাসান, মাওলানা জাফর আলম, আবু নোমান, ফারুক আহমদ প্রমূখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি মাওলানা নুরুল আজিমকে সভাপতি, মাওলানা জামাল উদ্দিন আনছারীকে সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুল্লাহ মো. ফোরকানকে সাংগঠনিক সম্পাদক করে রামু উপজেলা ওলামালীগের ৫১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।