এম.এ আজিজ রাসেল:
জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ২৬ মার্চ রবিবার বিকালে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলূল করিম চৌধুরী, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বংলাদেশ আজ সুনাম ও উন্নয়নে বিশ্বে পরিচিত লাভ করেছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মাটি কলুষিত ও সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমানে কিছু জঙ্গী সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইন-শৃংখলার হাতে তুলে দিতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।