সংবাদ বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র ভারপ্রাপ্ত সভাপতি জিএম আশেক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক এস,এম আমিনুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবুর রহমান ও দৈনিক সংগ্রামের কক্সবাজার প্রতিনিধি কামাল হোসেন আজাদ।
সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সদস্য দৈনিক হিমছড়ির যুগ্ন বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, দৈনিক আমাদের কক্সবাজারের মফস্বল বার্তা সম্পাদক এম.এ আজিজ রাসেল, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার টাইমস (সিটিএন) নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ ও দৈনিক হিমছড়ির চীফ রিপোর্টার ছৈয়দ আলম।
সভায় বক্তারা বলেন, মানুষ মাত্রই স্বাধীনতা প্রিয়। কিন্তু এ স্বাধীনতা খুব সহজলভ্য নয়। বহু কষ্ট ও সংগ্রামের ফলে এ স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা লাভ করা একটি জাতির জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। তবে স্বাধীনতা রক্ষায় অধিক সতর্ক, সচেতন এবং সৃষ্টিশীল হতে হয়। একে সমুন্নত রাখাই মুখ্য উদ্দেশ্য। এই দেশ সবার। কিন্তু বর্তমানে কতিপয় নেতা দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে ব্যস্ত রয়েছে। বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে কোন কিছুই করতে পারছে না। মুখ খুললেই শিকার হতে হচ্ছে গুম ও হত্যার। একটি চক্র জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে মরিয়া। এ পর্যন্ত কোন জঙ্গীবাদের ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয়নি।
বক্তারা আরো বলেন, দেশের মানুষের অজান্তে প্রতিবেশি দেশের সাথে নানা চুক্তি করা হচ্ছে। এটা কার স্বার্থে। তাই দেশের স্বার্বভৌম ও স্বাধীনতা রক্ষায় কলম সৈনিকদের এক হয়ে লড়াই করতে হবে। মানুষের অধিকার রক্ষায় বস্তুনিষ্ট লেখনী অব্যাহত রাখতে হবে। সকলের হিংসাত্মক দৃষ্টি থেকে দেশকে রক্ষা করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।