হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শোভাযাত্রা সহকারে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকল নয়টায় আয়োজিত আলোচনা সভায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেন, ‘বহু সংগ্রাম, ত্যাগ ও তিতীক্ষায় অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই মহান স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে চায় স্বাধীনতা বিরোধীরা। শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এ. এস.এম সাইফুর রহমান, আইন বিভাগের প্রধান নাঈম আলীমুল হায়দার, বাণিজ্য বিভাগের প্রধান রাজিদুল হক প্রমূখ। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।