অরুপম বড়ুয়া :
অর্থের অভাবে বাধ্য হয়ে অসহায় কোন নারী পুরুষের কাছে তার সভ্রম বিক্রি করেন। আবার অনেক নারী প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হন প্রেমিকের দ্বারা। অনেক ক্ষেত্রেই তাদের সমাজে মুখ দেখানো উপায় থাকেনা। লোক লজ্জার ভয়ে মার্তৃগর্ভে হত্যা করা হয় নিষ্পাপ শিশুকে। আবার কখনো ভুমিষ্ট হওয়ার সাথে সাথে পৃথিবীর আলো থেকে সরিয়ে ফেলা হয় এই নবজাতককে। কারণ পাপের বোঝা কেউ মাথায় নিতে চায়না। অথচ নিষ্পাপ হয়ে জন্ম নেওয়া এই শিশুটির দায় কে নিবে?
এমন অহরহ ঘটনা প্রায় ঘটে থাকে আমাদের সমাজে। তবুও সমাজপতিদের কোন মাথা ব্যাথা নেই এই নির্মম ঘটনা নিয়ে। এমনই একটি ঘটনা ঘটল মঙ্গলবার (২৮ মার্চ) বান্দরবানের লামা পৌরসভার ছোট নুনারবিল পাড়া ব্রীজের পাশে ডাস্টবিনের ময়লার স্তুপে সদ্য ভুমিষ্ট হওয়া একটি নবজাতকের লাশ এভাবে ফেলে রাখা হয়েছে। কে বা কাহারা খুব ভোরবেলা এই নবজাতকের তরতাজা লাশটি এভাবে ফেলে রেখে যায়।
নবজাতকের লাশটি একনজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। আইনি জটিলতার কারণে কেউ শিশুটির লাশ তুলছে না। এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। নানা গুঞ্জন শত শত মানুষের মুখে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা অনাকাংখিত গর্ভধারণের কারণে এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন আমাদের রামু ডটকমকে জানান, নবজাতকের লাশটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে।