অরুপম বড়ুয়া:
অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের শান্তি চাকমা (২৮), রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার রিটু চাকমা (৩৪), থানছি উপজেলার বলিপাড়া বাজারের অমল চাকমা (২৯)। আজ বুধবার (২৯মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে বান্দরবান পুলিশ।
পুলিশের দেওয়া তথ্যমতে, সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় শামসুর রহমানের মৎস্যখামারে পাশে ৩ সন্ত্রাসী আশ্রয় নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে রাতের অন্ধকারে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে রিটু চাকমা আহত হয় ।
এসময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, এস আই খালেকুর রহান এবং এএসআই ইকবাল মাহমুদ আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় গাদা বন্দুক, ১টি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।