সোয়েব সাঈদ:
কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনেস্টিটিউট’র শিক্ষক ও প্রকৌশলী আবদুল করিম (২৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের বাসিন্দা ডা. মোহাম্মদ হাশেমের ৬ষ্ট ছেলে। ৬ ভাই ১ বোনের মধ্যে প্রকৌশলী আবদুল করিম সবার ছোট।
প্রকৌশলী ও শিক্ষক আবদুল করিমের বড় ভাই আবদুর রহিম জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতাল ও পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে রাত ১২ টায় সে মৃত্যু বরণ করেন। রাতে আবদুল করিমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
বুধবার (৫ এপ্রিল) বাদে জোহর রামু সাত ঘরিয়া পাড়া মাজহারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তরুণ মেধাবী শিক্ষক, প্রকৌশলী আবদুল করিমের মৃত্যুতে রামুতে শোকে ছায়া নেমে এসেছে।